রবিবার ১৯ সেপ্টেম্বর ২০২১ - ১৩:৫৬
মৌকিব

হাওজা / ইমাম হোসায়েন (আঃ)-এর পবিত্র চল্লিশা উপলক্ষে নাজাফ প্রবাসী বাঙালি (বাকীয়াতুল্লাহ) ছাত্রবৃন্দের উদ্যোগে ২০১৬ খ্রিস্টাব্দে থেকে একটি মৌকিব (খাদ্য স্টল) খোলা হয়েছে। যা ১০,ই সফর 17/9/2021 ইং থেকে ১৮,ই সফর 25/9/2021 পর্যন্ত থাকবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আলহামদু লিল্লাহ্ ইমাম হোসায়েন (আঃ)-এর পবিত্র চল্লিশা উপলক্ষে নাজাফ প্রবাসী বাঙালি (বাকীয়াতুল্লাহ) ছাত্রবৃন্দের উদ্যোগে ২০১৬ খ্রিস্টাব্দে থেকে একটি মৌকিব (খাদ্য স্টল) খোলা হয়েছে। যা ১০,ই সফর 17/9/2021 ইং থেকে ১৮,ই সফর 25/9/2021 পর্যন্ত থাকবে।

উল্লেখ্য এখানে সাধারণত পানি, উন্নত মানের শরবত, ডাল-ভাত কিমা রুটি, চা, কাবাব রুটি এবং আরও বিভিন্ন খাদ্য সামগ্রী ইত্যাদি ইত্যাদি সকাল ছ’টা থেকে রাত বারোটা পর্যন্ত জায়েরিনদের মধ্যে বিতরণ করা হয়।

স্থানটি ইমাম আলী আঃ-এর হারামের খুবই নিকটস্ত  'শারেহ রাসুলে' অবস্থিত।

"লাববাইক ইয়া হোসায়েন আঃ।"

সকলের কাছে দুয়া করার অনুরোধ রইলো।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha